জাতিসংঘে ভোট না দেওয়ার ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ

| রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ওঠা প্রস্তাবে ভোটদানে বিরত থাকার ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ ‘শান্তি চায়’ এবং ‘যুদ্ধের বিপক্ষে’ বলে ভোট দানে বিরত ছিল বলে তিনি জানিয়েছেন। গতকাল শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন। খবর বিডিনিউজের।
তখন বাংলাদেশের ভোট দানে বিরত থাকার বিষয়ে তিনি বলেন, আমরা শান্তি চাই, সেজন্য আমরা যুদ্ধ চাই না। যুদ্ধের বিরুদ্ধে আমরা। যুদ্ধের সপক্ষে আমরা ভোট দেইনি।
গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। এ প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫টি দেশ। ১৯৩ সদস্য দেশের পরিষদে ওই প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে ১৪১ দেশ এবং বিপক্ষে ভোট পড়েছে রাশিয়াসহ পাঁচ দেশের।
এর আগে গত মঙ্গলবার সাধারণ পরিষদের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধি মনোয়ার হোসেন সব দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের একাগ্রতার প্রতি সমর্থন জানান এবং সব পক্ষকে সংঘাত থেকে বিরত হওয়ার আহ্বান জানান। সমস্যা সমাধানে সব পক্ষকে জরুরি ভিত্তিতে সংলাপে বসার আহ্বানও জানান বাংলাদেশের প্রতিনিধি। একইসঙ্গে ইউক্রেনে মানবিক সহায়তার নিরাপদ ও অবাধ প্রবেশাধিকারের সুযোগের নিশ্চিতের পাশাপাশি দেশটি যারা ছাড়তে চায়, তাদের পথ নিরাপদ করে দেওয়ার আহ্‌বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ভোটদানে বিরতি ছিল। চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, ইরাক, ভিয়েতনামের পাশাপাশি উগান্ডাসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ ভোটদানে বিরত ছিল।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসার স্টোররুমে ছাত্রের গলাকাটা লাশ
পরবর্তী নিবন্ধসারা দেশ ছিল সভা সমাবেশে উত্তাল