জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিরতে চাচ্ছে রাশিয়া। আগামী মাসে এ সংক্রান্ত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠার পর গেল বছর এপ্রিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে তখন পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এখন রাশিয়ার কূটনীতিকরা তাদের দেশকে নতুন করে তিন বছর মেয়াদের জন্য পরিষদে পুনরায় নির্বাচিত করতে চাচ্ছেন। খবর বাংলানিউজের।
রাশিয়া জাতিসংঘের সদস্যদের কাছে তাদের সমর্থন চেয়ে যে পজিশন পেপার বিতরণ করছে, সেটির একটি অনুলিপি বিবিসি হাতে পেয়েছে।












