ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষের শঙ্কার প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখবে হেফাজতে ইসলাম। এ বিষয়ে হেফাজতের মতামত সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। দেশের সকল অংশীজন, বিশেষ করে বড় রাজনৈতিক দলের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে এ বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি এবং ভূমিকা পরিষ্কার করতে হবে। সবার সম্মিলিত সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম স্বাগত জানাবে।
দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারব না। দেশ ও ইসলামের পক্ষে শক্ত অবস্থান নিতে হলে হেফাজতে ইসলাম কখনোই পিছপা হবে না। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন খোলা নিয়ে হেফাজতে ইসলাম আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। খবর বিডিনিউজের।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার বিষয়ে দিন কয়েক আগে সংস্থাটির সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে থেকেই এ উদ্যোগের বিরোধিতা করে আসছে হেফাজতে ইসলাম।
সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান বলেন, হেফাজত ইসলাম বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরোধী। এটা ইহুদি–নাসারাদের সংগঠন। এই সংগঠন মুসলিমদের স্বার্থে কাজ করবে না, তাদের স্বার্থে কাজ করবে। এ কারণে হেফাজত এমন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার বিরোধী। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে বাকিদের মত বিএনপিও উদ্বিগ্ন। গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন ইসলামের নূর মোহাম্মদ, আব্দুর রউফ ইউসুফি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরি।