জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ আজ

জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

জুলাইআগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আজ বুধবার তাদের প্রতিবেদন প্রকাশ করবে। গতকাল মঙ্গলবার জেনেভার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেনেভার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এর আগে ১০ ফেব্রুয়ারি জানিয়েছিল, ১৩ ফেব্রুয়ারি এ প্রতিবেদন প্রকাশ করবে। তবে গতকাল মঙ্গলবার পুনরায় নতুন তারিখ নির্ধারণ করে একদিন এগিয়ে আনা হয়েছে। খবর বাংলানিউজের।

গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পরপরই জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ককে গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর অনুরোধ করে বাংলাদেশ সরকার।

গত বছরের আগস্টে জাতিসংঘের প্রাকতদন্ত দল ঢাকা আসে। আর সেপ্টেম্বরে মূল তদন্ত কাজ শুরু হয়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করেছে। আজ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ প্রতিবেদন প্রকাশ করবে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা চান প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধবাজেট অধিবেশনেও ভাষার প্রশ্নে আলোচনা থেকে দূরে থাকে সরকারপক্ষ