জাতিসংঘের উদ্যোগ চাইবে বাংলাদেশ

করোনার টিকা

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ১১:১৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের টিকা আবিষ্কার হলে তা পেতে কোনো দেশ যেন বৈষম্যের শিকার না হয়, সেজন্য জাতিসংঘের উদ্যোগ চাইবে বাংলাদেশ সরকার। জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি তুলতে পারেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাতে সুলভ মূল্যে করোনাভাইরাসের টিকা পায়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো দেশ যেন এক্ষেত্রে বৈষম্যের শিকার না হয়, আমরা সে দাবি তুলেছি। খবর বিডিনিউজের।
কোভিড-১৯ মহামারীর কারণে ইতিহাসে প্রথমবারের মত ভার্চুয়াল প্ল্যাটফর্মে সদস্য রাষ্ট্রসমূহ নিজ নিজ দেশ থেকে এবারের সভায় অংশ নিচ্ছে। ১৫ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বৈশ্বিক সংস্থার সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাড. ছুরত জামাল
পরবর্তী নিবন্ধকাজী ইনামুল হক দানুর ৭ম মৃত্যুবার্ষিকী আজ