জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধু কবিতা উৎসব ও নেছার আহমদ সম্পাদিত স্মারকগ্রন্থ ‘জাতির পিতা’র প্রকাশনা অনুষ্ঠান আগামী ৩০ জানুয়ারি বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেন। আলোচনায় অংশ নেবেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। সূচনা বক্তব্য দেবেন, স্মারকগ্রন্থের সম্পাদক নেছার আহমদ। সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। এতে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য একাডেমির সকল সদস্যসহ অনুরাগীদের উপস্থিত থাকতে একাডেমির প্রতিষ্ঠাতা রাশেদ রউফ ও মহাপরিচালক অরুণ শীল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।