তোমায় মেরে ভেবেছিলো
সব হয়েছে শেষ!
উলটে যাবে স্বাধীনতা
উলটে যাবে দেশ।
অন্ধকারে দেশটা ছিলো
একুশ বছর গোটা।
বরফ যেন হয়েছিলো
চোখের জলের ফোঁটা!
মৃত্যু কি আর কাড়তে পারে
জাতির জনক তোমায়!
ইতিহাসতো যায় না মুছে
বুলেট কিংবা বোমায়।
কন্যা তোমার অকুতোভয়
দেশ বাঁচালো ফের।
শাস্তি দিলো সময় মত
যুদ্ধাপরাধের।