জাতির জনকের জন্মেই লুকায়িত ছিল স্বাধীনতার বীজমন্ত্র

জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় আবদুচ ছালাম

| বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বলেন, জাতির পিতার জন্মদিন বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। এই সেই মহাশিশু যার মধ্যে লুকায়িত ছিল জাতীয়তাবাদী ঐক্যের মন্ত্র। মানুষের প্রতি আকাশসম মমতা ও ভালবাসা, স্বদেশের প্রতি অবিচল প্রেম, লক্ষ্য পূরনে অদম্য মানসিকতায় যিনি বাংলার আপামর জনগোষ্ঠীকে আপন করে নিয়েছিলেন, সারা বাঙালি জাতির আপন হয়ে ওঠেছিলেন, বাংলার ছাত্র যুব জনতা তাঁকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। এস এম আনোয়ার মির্জার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ৫নং মোহরা ওয়ার্ডের কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। হানিফ খান ও জাফর আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোহাম্মদ ফারুক, আহমেদুর রহমান, হাজী তাহের, নুরুল ইসলাম, হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবুল হাশেম, সেকান্দর চৌধুরী, সোলেমান চৌধুরী, অলিদ চৌধুরী, এসকান্দর আলী, আবুল কাশেম, শেখ আহমদ, যুবলীগ নেতা জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, আয়াছ উদ্দিন, আবছার খান, কফিল উদ্দিন, মো. শফি, মো. জসিম, মো. সরোয়ার, মো. আরজু, মো. খোকা, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইছহাক, হোসেন, ফারুক, ইমাম উদ্দিন, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, সাইফুল সুরুজ, কায়ছার উদ্দিন, মুন্না, তৌহিদ, মহিন গাজী, মহিউদ্দিন, রুবেল, সৌরভ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না : এমপি নদভী