জাতির ক্রান্তিলগ্নে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন

উত্তর জেলা বিএনপির দোয়া মাহফিলে গোলাম আকবর খোন্দকার

| রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাংলার মানুষের অধিকার হরণ করেছে বিগত স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার।

তিনি গতকাল শনিবার বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোগ মুক্তি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে দলের শহীদ নেতাকর্মী, গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উত্তর জেলা বিএনপির উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখছিলেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান ভূইঁয়া মিল্টন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, অধ্যাপক আজম খান, জসীম উদ্দিন সিকদার, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, আজিমুল্লাহ বাহার, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, আনোয়ার হোসেন, মাহাবুব ছাফা, এজাহার মিয়া, জাকির হোসেন, জহির আজম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মোহাম্মদ সিদ্দিক, আবুধাবী বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, আকবর আলী, শফিউল আলম চৌধুরী, এইচ এম নুরুল হুদা, অ্যাডভোকেট খোরশেদ আলম, মনিরুল আলম জনি, মোহাম্মদ আশরাফ উল্লাহ, আজম খান, নুর উদ্দিন, তারেক চৌধুরী প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নাসিমন ভবন জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ এহসানুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের জন্য রিহ্যাব, চট্টগ্রামের উপহার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় গাছের ডালে যুবকের ঝুলন্ত লাশ