জাজের চলচ্চিত্রে আরিয়ানা

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন চলচ্চিত্র ‘মোনা’য় চুক্তিবদ্ধ হয়েছেন উঠতি মডেল আরিয়ানা জামান। জাজের ফেইসবুক পেইজে সোমবার আরিয়ানার নাম ঘোষণা করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ পরিচালক কামরুজ্জামান রোমান। খবর বিডিনিউজের।
কয়েক বছর ধরেই ফ্যাশন মডেলিংয়ের সঙ্গে যুক্ত আরিয়ানা এর আগে কয়েকটি ওয়েব চলচ্চিত্র, মিউজিক ভিডিওতে কাজ করেছেন। জাজের প্রযোজনায় প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিষেক ঘটছে তার। ময়মনসিংহের মেয়ে আরিয়ানা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়াশোনা করছেন।
জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, এই প্রথম জাজ ‘জিরো ফিগার’- এর একজন নায়িকাকে দর্শকের সামনে নিয়ে আসছে। জামালপুরে ঘটে যাওয়া সত্য ঘটনার আলোকে ‘মোনা’ সিনেমায় এর আগে আহমেদ রুবেল, দীপা খন্দকারসহ কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজমিয়তুল ফালাহ্‌য় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৫ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধ‘বিতর্কিত’ পোস্ট সরিয়ে নিলেন শবনম ফারিয়া