পরস্পর যোগসাজশে অবৈধ চুক্তির মাধ্যমে লালখান বাজারের মতিঝর্ণা এলাকার সরকারি জায়গার দখল হস্তান্তর করে অর্থ আত্মসাৎ করেছেন, এমন অভিযোগে দুদকের করা একটি মামলায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ফয়সাল সিদ্দিকী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ৮ নভেম্বর ফয়সাল সিদ্দিকী ও লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. আবু সাঈদ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ চুক্তি করে লালখান বাজারের মতিঝর্ণা এলাকার সরকারি জায়গা চিরতরে দখল হস্তান্তর বাবদ ২৮ লাখ ১১ হাজার টাকা গ্রহণ পূর্বক আত্মসাৎ করেছেন। যেটি দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।