জাগৃতি প্রীতি ফুটবলে কো. ফাইনাল অনুষ্ঠিত

| রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫১ পূর্বাহ্ণ

জাগৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ১ম খেলায় কুশিয়ারা ইছামতিকে এবং ২য় খেলায় করতোয়া তিস্তাকে পরাজিত করে। কুশিয়ারা ও করতোয়া সেমিফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় সভাপতিত্ব করেন জাগৃতির সভাপতি ইফতেকার উদ্দীন মো. আলমগীর এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক সৈয়দ মো. আবুল কালাম বাছিক ও কফিল উদ্দিন মুন্না। ১ম খেলায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মোহাম্মদ লোকমান চৌধুরী এবং ২য় খেলায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মো. আলী আজম চেয়ারম্যান।

পূর্ববর্তী নিবন্ধআইন মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করে
পরবর্তী নিবন্ধমোহামেডান ব্লুজের জার্সি উন্মোচন