রিল্যায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে নেমা ফুটবল একাডেমি, আগ্রাবাদকে ২–০ গোলে হারিয়ে ফতেয়াবাদ স্পোর্টস ক্লাব ফাইনালে উঠেছে। বিজয়ী দলের পক্ষে গোল করেন আকতার ও বেনজী। জাগৃতির সভাপতি ইফতেখার উদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দ্য সেমিফাইনাল ম্যাচ আকতারের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম মাস্টার্স ক্লাবের সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগৃতির সাবেক সভাপতি মো. জাফরুল আলম চৌধুরী, সিনিয়র সদস্য মনিরুল ইসলাম চৌধুরী, জাগৃতির হিসাব নিরীক্ষক মো. গিয়াস উদ্দিন, জাগৃতির সাধারণ সম্পাদক আবুল কালাম বাছিক সহ টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. জাফর, সদস্য সচিব মো. সোহেল রানা,সহ–সদস্য সচিব আরফানুল হক বাদল,যুগ্ম আহ্বায়ক ইসমাইল জসিম, নাছিরুল আলম হেজাজী,সেলিম চৌধুরী মানিক প্রমুখ।