হাটহাজারীতে জাগৃতি ক্লাব আয়োজিত রিলায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উজ্জীবন ক্লাব। গতকাল শনিবার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ২০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উজ্জীবন ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে ছিপাতলী ইউনিয়ন পরিষদ ফুটবল খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। উভয় দলে দেশি বিদেশী তারকা খেলোয়াড়রা অংশ নেন। র্নিধারিত সময়ের খেলা অমিমাংসিত ছিল। খেলায় প্রথমার্ধে ২০ মিনিটের সময় উজ্জীবন ক্লাব বিদেশী খেলোয়াড়ের দেয়া গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের মাথায় ছিপাতলী ইউনিয়ন পরিষদ ফুটবল খেলোয়াড় সমিতি পোনাল্টি শটে গোল করে খেলায় সমতা আনে। খেলার ৩০ মিনিটে ছিপাতলী ইউনিয়ন ফুটবল খেলোয়াড় সমিতি ২-১ গোলে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার ১ মিনিট পূর্বে উজ্জীবন ক্লাব দর্শনীয় গোল করে খেলা সমতা আনে। ২-২ গোলে খেলা অমিমাংসিত অবস্থায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। পরে টাইব্রেকারে জয় পরাজয় নির্ধারিত হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন উজ্জীবন ক্লাবের গোলরক্ষক উত্তম। ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার পান ছিপাতলী ইউনিয়ন পরিষদ খেলোয়াড় সমিতির খেলোয়াড় হেলাল। সেমি ফাইনালিস্ট ২ টি দল হাটহাজারী স্পোর্টস ক্লাব ও চট্টগ্রাম ফুটবল একাডেমিকে ট্রফি প্রদান করা হয়। ফেয়ার প্লেয়ার নির্বাচিত হন খাগড়াছড়ির দল পানছড়ি ফুটবল একাডেমি। জাগৃতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ লোকমান চৌধুরী সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি প্রদান করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৫০০০০ টাকা প্রাইজমানি এবং রানার আপ দলকে ৩০০০০ টাকা প্রাইজমানি দেওয়া হয়। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট মো. আলী, উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম, ক্রীড়ানুরাগী মো. নোমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, সিপ্লাস টিভির পরিচালক আলমগীর অপু, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু, জাগৃতির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মাষ্টার, মো. ওসমান চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরী, সোহরাওয়াদ্দী চৌধুরী, আহমদ ইউছুপ হারুন, কফিল উদ্দিন মুন্না, জাগৃতির সাবেক সহ সভাপতি নাছিরুল আলম হেজাজী, মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহিবুল হক, ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈনুল হোসেন, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সোহেল রানা প্রমুখ।