জাগৃতির আন্ত ফুটবল টুর্নামেন্ট শুরু

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৪৯ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতি প্রতিষ্ঠার ৫৩ বছর উদ্‌যাপন উপলক্ষ্যে আন্তঃফুটবল টুর্নামেন্ট গতকাল সোমবার বিকালে হাটহাজারী পাবর্তী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান জাগৃতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান এর সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ লোকমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম. রাশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এস.এম মুহিবুল হক। এতে আরও উপস্থিত ছিলেন জাগৃতির সাবেক সভাপতি সোহরাওয়ার্দী চৌধুরী, জাফরুল আলম চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরী, আছলাম মোরশেদ, জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, এস.এস সাইদুর রহমান, সাহেদুল হক খোকন, মোঃ নাছির উদ্দিন, সিরাজদ্দৌলা মেহেদী। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল আলম সহ কার্যকরি সংসদ এর সকল সকস্য ও সাধারণ সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলায় ইসহাক স্মৃতি ফুটবল দল এবং নজরুল ইসলাম খোকন স্মৃতি ফুটবল দল জয়লাভ করে সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ৮টি দল নিয়ে উক্ত টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ আরও ২টি খেলা বিকাল ৩ ঘটিকা থেকে শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধদ্রুতই দেশে ফিরেছে আর্জেন্টাইন ফুটবলাররা
পরবর্তী নিবন্ধসাত মিনিটেই শেষ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের উত্তেজনা