দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর বিশ্বস্ত হিসাবে চট্টগ্রামে যারা ছিলেন জাকেরুল হক চৌধুরী তাদের মধ্যে অন্যতম। সাধারণ মানুষের কল্যাণে তিনি নিবেদিত ছিলেন বলে দীর্ঘ ২২ বছর তিনি ইউনিয়ন পরিষদ বোর্ডের প্রেসিডেন্ট ও পরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার দক্ষতার কারণে তিনি ৬১ ও ৬৫ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বঙ্গবন্ধুর বিশ্বস্ত কাছের মানুষ ছিলেন বিধায় বঙ্গবন্ধু পটিয়াকে জেলা ঘোষণা করে তাকে গভর্ণর নিয়োগ দিয়েছিলেন। অনন্য গুণাবলীর অধিকারী জাকেরুল হক চৌধুরী সবার হৃদয়ে অম্লান হয়ে থাকবেন। গতকাল মঙ্গলবার আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাকেরুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। অ্যাড. জহির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রদীপ দাশ, মোছলেহ উদ্দিন মনসুর, খোরশেদ আলম, নুরুল আবছার চৌধুরী, অ্যাড.মুজিবুল হক, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, সেলিম নবী, নুরুল আমিন চৌধুরী, শামীমা হারুন লুবনা, আতিকুর রহমান চৌধুরী, মো. নাছির উদ্দিন, জসিম উদ্দিন, চৌধুরী আবুল কালাম আজাদ, রূপকুমার নন্দী খোকন, ইঞ্জি: মুনির উদ্দিন আহমদ, নঈমুল হক পারভেজ, মোজাহের আলম, মমতাজ উদ্দিন, মনির আহমেদ, সুরেশ দাশ, আমির উদ্দিন চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী, জান্নাত আরা মঞ্জু, জীবন আরা বেগম, তামান্না সুলতানা, কোহিনুর আখতার, নুরীমন আক্তার, রাশেদুল আরেফিন জিসান, মিজানুর রহমান, হাফেজ শেখ মো. মহিউদ্দিন, আনিছ আহমেদ, জয়নাল আবেদীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।