অনেকের প্রোফাইল ছবিতে জায়গায় হয়েছিল তার, পাশাপাশি নিজেও পায় ফেসবুক পাতা, এমনকি তার নামে তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের স্টিকারও। সেই পোষ্যটি হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের বিড়াল জেবু। তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে পোষ্য জেবুও এসেছে ঢাকায়। জেবু মূলত তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পোষ্য। খবর বিডিনিউজের।
বিপুল সংবর্ধনায় তারেকের স্বদেশ প্রত্যাবর্তন যাত্রার পাশাপাশি জেবুর ঢাকায় আসার খবর দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিএনপির ফেসবুক পেইজে জেবুর দেশে আসার কথা জানানো হয়। সঙ্গে দেওয়া হয় ছবি। ক্যাপশনে লেখা রয়েছে, ‘দেশে ফিরেছে জেবু’। চলতি বছরের এপ্রিলে জেবুর সঙ্গে নিজের তোলা তিনটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তারেক। ওই ছবিতে দেখা যায়, হাতে ধরা মোবাইলে জেবুকে কিছু একটা দেখাচ্ছিলেন তিনি; আর জেবুও নিবিষ্টমনে দেখছিল। অক্টোবরে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশ্ন আসে জেবুকে নিয়েও।











