জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির বিক্ষোভ

নির্বাচনের দাবি

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

প্রত্যক্ষ ভোটে নির্বাচন ও নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পৌর জহুর হকার্স মার্কেটের দোকান মালিকরা। গত ১৩ জুন সন্ধ্যায় মার্কেটের পূর্ব চত্বরে ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মোজাহের আহমদের সভাপতিত্বে ও কাজী মাহমুদুল হকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. দিদারুল আলম, গোলাম দস্তগীর ফারুকী, কাজী আবু সৈয়দ, মো. জালাল উদ্দিন, জসিম চৌধুরী, হাজী মো. ওসমান, নুরুল ইসলাম, আবু কালাম, আলমগীর হিরু, ইউনুচ, লুৎফর কাদের সোহাগ, মঞ্জুর আলম, মাহবুবুল আলম চৌধুরী, নুরুল আমিন, আহমদ কবির, আহমদ আমিন প্রমুখ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল মার্কেট প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের ধলঘাট যুদ্ধ দিবস পালিত
পরবর্তী নিবন্ধসম্মিলিত মুক্তিযোদ্ধা কমান্ডের সভা