চট্টগ্রাম রেলওয়ের সাবেক সিনিয়র কর্মকর্তা রাউজান এয়াছিননগর এম আব্দুল ওহাব চেয়ারম্যান বাড়ির জহুর আহম্মদ( ৭৯)গতকাল সোমবার সকালে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি……রাজেউন। তিনি স্ত্রী,৪ ছেলে,৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। আজ মঙ্গলবার সকাল ১১ টায় নিজ বাড়ী সংলগ্ন ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি হযরত এয়াছিনশাহ পাবলিক (বহুমূখী) উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক ও দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ নুরুল আজিমের পিতা । তারঁ মৃত্যুতে শোক প্রকাশ করেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুুল, এয়াছিনশাহ পাবলিক(বহুমূখী) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল আলম, প্রধান শিক্ষক মুহাম্মদ নাসির উদ্দিন, বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সচিব জিয়াউল হক চৌধুরী সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।