জহুর আহমদ চৌধুরী (১৯১৬–১৯৭৪)। তিনি ছিলেন একজন উজ্জ্বল বাঙালি রাজনীতিক ও শ্রমিক নেতা। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হন। তিনি ১৯১৬ সালে চট্টগ্রামের উত্তর কাট্টলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন আবদুল আজিজ চৌধুরী এবং মাতা জরিনা বেগম। তিনি কাট্টলী নূরুল হক উচ্চ বিদ্যালয় এবং পাহাড়তলী রেলওয়ে হাই–স্কুলে পড়াশুনা করেন। পরে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তিনি ১৯৩৭ সালে কলকাতায় ডক শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ১৯৪৩ সালে চট্টগ্রামে ডক শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। ১৯৪০ সালে মুসলিম লীগের রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগের গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলন, ছয় দফা, ১৯৬৯–এর গণঅভ্যুত্থান ও ১৯৭০ সালের নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের হয়ে চট্টগ্রাম কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত। ১৯৭০ সালের নির্বাচনে কোতোয়ালী (চট্টগ্রাম) আসন থেকে প্রদেশীয় পরিষদের নির্বাচিত প্রতিনিধিত্ব পান। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আগ্রাসনের পর তিনি আগরতলায় আশ্রয় নেন এবং মুজিবনগর সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। তিনি সাউথ–ইস্ট জোন–২ আঞ্চলিক কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভায় শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী এবং পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, বিশেষত আন্তর্জাতিক শ্রম সংস্থার সম্মেলনে। ১৯৭৪ খ্রিষ্টাব্দের ১ লা জুলাই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ২০০১ সালে তাঁকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।