জহুর আহমদ চৌধুরী বাংলার মেহনতী মানুষের নেতা ছিলেন

স্মরণসভায় ড. ইফতেখার উদ্দিন

| বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম জহুর আহমদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সোমবার বিকাল ৪টায় চট্টগ্রাম একাডেমি হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির অন্তর্ভূক্ত থানা কমিটি সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সৈনিক লীগ খুলশী থানা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধুর নামের সাথে জহুর আহমদ চৌধুরীর নাম লিখতে হবে। এই জহুর আহমেদ চৌধুরীর বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করে গেছেন। জহুর আহমদ চৌধুরীর ছিলেন একজন মেহনতী মানুষের নেতা। তিনি আরো বলেন, জহুর আহমদ চৌধুরীর আদি বাড়ি আর আমার বাড়ি এক জায়গায় হওয়াতে আমার সৌভাগ্য হয়েছিল জহুর আহমদ চৌধুরীর সান্নিধ্য পাওয়ার। জহুর আহমদ চৌধুরীর ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে, কারণ জহুর আহমেদ চৌধুরীর কোনো সাধারণ মানুষ নয়, তিনি একজন বাংলাদেশ সৃষ্টির অংশ।

সভায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সদস্য একেএম ওসমান গনি। জহুর আহমদ চৌধুরীর উপর তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক মো. কামাল উদ্দিন। জহুর আহমেদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তার পুত্র জসিম উদ্দিন চৌধুরী স্মরণসভার আয়োজক সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো বক্তব্য রাখেন মিতুল দাশ, জসিম উদ্দিন চৌধুরী, হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আবছার, মো. শাহ আলম সিকদার, আবছারুল হক, আব্দুল হালিম রানা, ইঞ্জিনিয়ার নুরুল আলম উজ্জ্বল, তামান্না জাহান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রাসেদ, আব্দুল আল মামুন, মোহাম্মদ ইকবাল, হায়দার আলী, মোহাম্মদ নুর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতি সাহিত্য সংসদের সাহিত্য আড্ডা শুদ্ধ সাহিত্য চর্চার ওপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধজুয়ার সরঞ্জামসহ আটক ৩২