জননেতা জহুর আহমদ চৌধুরী ও এম এ মান্নানের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল শনিবার চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, আওয়ামী লীগ উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আ.লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আ.লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ মহানগর, উত্তর, দক্ষিণ জেলা আ.লীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।