জহুর আহমদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ১ জুলাই, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

উপমহাদেশের শ্রমিক আন্দোলনের অগ্রদূত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শ্রম ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জননেতা আলহাজ্ব জহুর আহমদ চৌধুরীর আজ ৫০তম মৃত্যুবার্ষিকী । তিনি ছিলেন চট্টগ্রাম শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ চলাকালীন ইস্টার্ন জোন লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু। বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে স্বাধীনতার ঘোষণাটি তার কাছে প্রথম পাঠিয়েছিলেন। আলহাজ্ব জহুর আহমদ চৌধুরী ঢাকার বর্তমান বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম বিএনএসবি, পাহাড়তলী চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা। এ ছাড়াও অনেক সেবামূলক প্রতিষ্ঠান তিনি স্থাপন করেন। তিনি ১৯৭৪ সালের ১ জুলাই ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর জানাজায় বঙ্গবন্ধু সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন।

জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আজ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, দোয়া ও মিলাদ এবং মোনাজাত। পুস্পমাল্য অর্পণ শেষে ৩ টায় মরহুমের কবর প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। উল্লেখিত কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা ও ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগসহ এবং সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ..ম নাছির উদ্দিন অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজলমগ্ন উপস্বাস্থ্য কেন্দ্র, ইট বিছিয়ে চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে চালু হলো পে-পার্কিং