বাংলাদেশ টি এসসোয়িশন, চট্টগ্রাম শাখার চেয়ারম্যান, আছিয়া টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল আলম গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র এবং ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে টি এসোসিয়েশন চট্টগ্রাম শাখার প্রাক্তন চেয়ারম্যান নাসিরুদ্দিন বাহাদুর, ভাইস চেয়ারম্যান মোরশেদুল আলম কাদেরী, কাজী এম এন আলম, ওয়াগ্গা ছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।