জহিরুল হক শিক্ষকতাকে আজীবন ব্রত হিসেবে নিয়েছেন

সিওসি ৮৬’র সভায় বক্তারা

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সদ্য প্রয়াত অবসরপ্রাপ্ত শিক্ষক জহিরুল হক স্মরণে ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েট ৮৬ ব্যাচ আয়োজিত সভায় বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মরহুম জহিরুল হক শিক্ষকতাকেই

আজীবন ব্রত হিসেবে নিয়েছেন। কিংবদন্তি এই গণিত শিক্ষকের কঠিন শাসনের আড়ালে ছাত্রদের প্রতি গভীর ভালবাসা এবং তার শিক্ষা পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। গত ২৯ আগস্ট সিওসি ৮৬’র উদ্যোগে আয়োজিত ক্লাব কলেজিয়েট চিটাগং অডিটোরিয়ামে স্মরণ সভায় ক্লাব কলেজিয়েট চিটাগং চেয়ারম্যান ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. অধ্যাপক মোহিত উল আলম, কলেজিয়েটস অধ্যাপক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম হীরণ ও উনার সন্তান আসিবুল হক সুমন অতিথি ছিলেন। সিওসি’৮৬ এর আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজ স্বাগত বক্তব্য রাখেন। সভায় সদ্য প্রয়াত অবসরপ্রাপ্ত শিক্ষক জহিরুল হক, স্মরণে এবং সদ্য প্রয়াত কর্নেল (অব.) জিয়াউদ্দিন বীর উত্তম, কলেজিয়েটস বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু ও সিওসি ৮৬ এর প্রয়াত বন্ধুদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় সিওসি’ ৮৬এর সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ রিদুয়ানের সঞ্চালনায় ও অধ্যাপক বিজয় ভৌমিক ও আশফাকুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা.মশিউজ্জামান আলফা, ডা. অসীম কুমার চৌধুরী, ব্যাংকার সাইফুল ইসলাম, ডা. আবু তোহা মোহাম্মদ, রিজুয়ানুল হক ভুইয়া, ডা.সাগর চৌধুরী, ডা. গৌতম চৌধুরী, পিনাকি সৌম,প্রকৌশলী সিদ্ধার্থ শংকর সরকার,পুলক দত্ত,ডা. ঈসা চৌধুরী, কিরণ আজাদ, মোহাম্মদ সেলিম, জয়ন্ত চৌধুরী, আলমগীর আলম, জাহিদ হোসেন, শহীদ নইম, আজমল আহমদ, শেখ মোহাম্মদ খালেদ, কিংশুকে দাশ চৌধুরী, মাহাবুবুর রহমান পাটোয়ারী বাহার, মহসিন উল কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সিএনজি অটোরিকশার নিবন্ধনের দাবিতে বিআরটিএ পরিচালককে স্মারকলিপি প্রদান
পরবর্তী নিবন্ধভাসা ফাউন্ডেশনের তারুণ্য উৎসব ও চারাগাছ বিতরণ