সমাজসেবক ও সংগঠক, দেওয়ানজী পুকুর পাড়ের দত্তাত্রেয় আখেড়ার সেবায়েত জহর লাল চক্রবর্তী গত ২৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তাঁর স্ত্রী, এক কন্যা, দুই পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












