জসিম-হুমামের প্রার্থিতা বাতিলের আবেদন খারিজ

ইসির শুনানি আসলাম চৌধুরীর শুনানি ১৭ জানুয়ারি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৬ পূর্বাহ্ণ

ঋণ খেলাপির অভিযোগ এনে চট্টগ্রাম৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনে আপিল করেন ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধি আবদুল হাকিম। আপিলটি গ্রহণ করে নির্বাচন কমিশন আগামী ১৭ জানুয়ারি আপিল শুনানির দিন ধার্য করেছে। অন্যদিকে চট্টগ্রাম৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরীর মনোনয়ন বাতিলের জন্য আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পক্ষে সগীর হোসেন নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন শুনানি শেষে হুমাম কাদের চৌধুরীর মনোনয়ন বহাল থাকবে বলে রায় দেন। এছাড়া চট্টগ্রাম১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল করেন এলডিপির ওমর ফারুক। নির্বাচন কমিশন আপিল না মঞ্জুর করে জসিম উদ্দিন আহমেদের মনোনয়ন বহাল থাকবে বলে রায় দেন।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে ভর্তি পরীক্ষা কাল
পরবর্তী নিবন্ধওসমান হাদি হত্যা মামলা অধিকতর তদন্তে সিআইডি