আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউ এ ই কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন বি.কম (৬১) গত ১৭ ডিসেন্বর শুক্রবার দুবাইতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের ইন্তেকালে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউ এ ই কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ আজম, মহাসচিব হাফেজ মুহাম্মদ জালাল উদ্দিন খান, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান এম.এ. মান্নান, এম.এ. মতিন শোক প্রকাশ করেন। উল্লেখ্য, যে তিনি ফটিকছড়ি উপজেলার পূর্ব ফরহাদাবাদ মুকিম সিকদার বাড়ীর মরহুম আজিজুর রহমানের প্রথম পুত্র। প্রেস বিজ্ঞপ্তি।