জশনে জুলুসে যান চলাচলে সিএমপির নির্দেশনা

| শনিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৫৮ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবীর (স.) জশনে জুলুস আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর)। ওইদিন জুলুস অভিমুখী সড়কে যান চলাচলে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সিএমপির ট্রাফিক বিভাগ থেকে ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত জুলুস অভিমুখী সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে বলে শনিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জশনে জুলুসের রুট : পাঁচলাইশ থানাধীন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ-বিবিরহাট (বামে মোড়)- মুরাদপুর- মুরাদপুর ট্রাফিক পুলিশ বক্স (ডানে মোড়)- ষোলশহর ২নং গেইট- জিইসি মোড় (জামান হোটেলের ডানে মোড়)- লর্ডস ইন হোটেল- ষোলশহর ২নং গেট- মুরাদপুর (বামে মোড়)- বিবির হাট-জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গন।

ডাইভারশন পয়েন্ট : জশনে জুলুস চলাকালে নগরের জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ- বিবিরহাট- মুরাদপুর- হামজারবাগ- এন মোহাম্মদ/শুলকবহর-মির্জারপুল রোডের মুখ-বায়েজিদ বোস্তামি রোডের মুখ (শেরশাহ মোড়)-বেবি সুপার মার্কেট-প্রবর্তক রোডের মুখ-জাকির হোসেন রোডের মুখ-গোলপাহাড় রোডের মুখ-পুনাক মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে।

পার্কিং ব্যবস্থাপনা : জশনে জুলুসে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাসহ অন্যান্য অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের বহনকারী যানবাহন মুসল্লিদের নামিয়ে দিয়ে পার্কিং পয়েন্টগুলোর মধ্যে স্ব-স্ব সুবিধাজনক স্থানে পার্কিং করবে।
শহীদ শাহজাহান মাঠ (আমবাগান), বহদ্দারহাট বাস টার্মিনাল, বায়েজিদ লিংক রোড, এক কিলোমিটার নুর নগর হাউজিং মাঠ, জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ, পলোগ্রাউন্ড মাঠ, মেরিন ড্রাইভ রোড, ফিসারিঘাট পার্কিং স্থান হিসেবে ব্যবহার করবে।

পার্কিংয়ের বিষয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ক্ষেত্রে অনুমোদন নেওয়ার ব্যবস্থা করবে। জুলুসের রুটে কোনো যানবাহন পার্কিং করে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধযুবদল নেতাকে হত্যাচেষ্টা, রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার
পরবর্তী নিবন্ধ২৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ–বিচ্ছিন্ন মহেশখালী, ভোগান্তিতে ৭০ হাজার গ্রাহক