জশনে জুলুশে ঈদ-এ মিলাদুন্নবীর ব্যাপক প্রস্তুতি গ্রহণ

আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির সাধারণ সভা

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আসন্ন ১২ রবিউল আওয়াল চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছ ঈদএ মিলাদুন্নবী (.) চাঁদ দেখা সাপেক্ষে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৯ রবিউল আওয়াল ঢাকায় ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পীরে বাঙাল হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ ছাবের শাহ্‌ (মা.জি.)-এর ছদারতে এবং আরও কয়েকজন আওলাদে রাসুলের উপস্থিতিতে এবারের উভয় জুলুশ অনুষ্ঠিত হবে মর্মে ট্রাস্টের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

গতকাল শনিবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার কনফারেন্স হলে আনজুমান ট্রাস্ট এক্সিকিউটিভ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম মনজুর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, জামেয়ার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, শায়খুল হাদীস হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, সাহজাদ ইবনে দিদার, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, মোহাম্মদ আলী, লোকমান হাকীম মো. ইব্রাহীম, নুর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল কাদির খোকন, মোহাম্মদ ওমর সুলতান, এস শরফুদ্দীন মুহাম্মদ শওকত আলী খান (শাহীন), প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দীন, সাদেক হোসেন (পাপ্পু), নুরুল আমিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা, আশফাক আহমেদ, মোহাম্মদ হোসেন খোকন, উপদেষ্টা মোহাম্মদ আবদুস সাত্তার।

সভায় হুজুর কেবলা (মা.জি.)-গণের বাংলাদেশ সফর, ঢাকা ও চট্টগ্রামের জশনে জুলুশ, আনজুমান ট্রাস্টের শতবর্ষ পূর্তি, মাসিক তরজুমানের সূবর্ণজয়ন্তী উদযাপনসহ বিভিন্ন কর্মসূচি সফলকল্পে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জুলুশসহ প্রতিটি কার্যক্রমে সকলকে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান ট্রাস্ট নেতৃবৃন্দ। সভার শুরুতে সদ্য বিদায়ী আনজুমান সদস্য শেখ আহমদ, আমানত শাহ দরগাহ শরীফের সাজ্জাদানশীন মোতোয়াল্লী এস. শরফুদ্দীন মুহাম্মদ শওকত আলী খান (শাহীন)-এর মমতাময়ী আম্মাজান এবং সমপ্রতি ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হয়। পাশাপাশি তাঁদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতায় এবং সকলের মঙ্গল কামনা করে মোনাজাতের পর সভার সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা উঠল, কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু
পরবর্তী নিবন্ধকোপা আমেরিকায় উরুগুয়েকে হারিয়ে তৃতীয় আর্জেন্টিনা