জলাবদ্ধ চট্টগ্রামের নেপথ্যে

তাওহীদুল ইসলাম নূরী | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

জলাবদ্ধতা চট্টগ্রাম শহরের বর্তমান সময়ের প্রধান সমস্যা। বন্যাতো দূরের কথা সামান্য বৃষ্টিতে চলাচল অনুপযোগী হয়ে পড়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। কেন এই সমস্যা? এই সমস্যা থেকে নিরসনের কি কোন পথ নেই? নাকি চির জলাবদ্ধতার নগরী হিসেবে স্থান পেতে যাচ্ছে প্রিয় শহর চট্টগ্রাম? একসময় চট্টগ্রামজুড়ে প্রায় তিন হাজার খাল ও নালা ছিল। তখন, বৃষ্টি কিংবা কর্ণফুলী ও কাপ্তাইয়ের জোয়ারের পানি সহজেই আবার নদীতে নেমে যেতে পারত। কিন্তু, এখন সময়ের বিবর্তনে একের পর এক এক ক্ষমতাশালীদের ক্ষমতার প্রভাবে দখল এবং দূষণের ফলে খাল ও নালাগুলো ভরাট হয়ে গেছে। যার কারণে বৃষ্টি কিংবা জোয়ারের পানিগুলো সহজে নামতে পারে পারে না। সৃষ্টি হয় জলাবদ্ধতা, জনদুর্ভোগ। বিভিন্ন সময়ে জলবদ্ধতা নিরসন নিয়ে চট্টগ্রাম যখন সিটি করপোরেশনের মেয়রের কাছ থেকে শুনি জলবদ্ধতা নিরসন সিটি করপোরেশনের কাজ নয় এবং সিডিএ চেয়ারম্যানকে বলতে শুনি এটা সিডিএর কাজও নয়। অন্যদিকে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং সিডিএর প্রধান প্রকৌশলীও যখন জলবদ্ধতা নিরসন প্রকল্পে পরস্পর পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ ছুড়ে দেন, তখন স্বভাবতই প্রশ্ন জাগে জলাবদ্ধতা নিরসনের কাজটি আসলে কোন সংস্থার উপর বর্তায়? আমার জানা মতে, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চারটি প্রধান প্রকল্প চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের উপর ন্যাস্ত। যেখানে এদের চরম সমন্বয়হীনতার সংবাদ মিডিয়ার কল্যাণে প্রায়ই আমাদের চোখে পড়ে। জলবদ্ধতামুক্ত নগরী গড়তে চাইলে প্রথমে দখল হওয়া নালা ও খালগুলো পুনরুদ্ধার করতে হবে। জোয়ারের পানি আটকে দেয়ার জন্য নগরজুড়ে জলকপাট নির্মাণ করতে হবে। কোনভাবেই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ আর ঢিমেতালেভাবে করা যাবে না। কারণ, চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের পরিকল্পনা সেই দেশ স্বাধীনের আগে থেকেই চলমান। কিন্তু, কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নে সমন্বয়হীনতার দায়ে দেশ স্বাধীনের ৫২ বছর পরও জলাবদ্ধতা এখনো চট্টগ্রামের প্রধান সমস্যাই থেকে গেছে। পরিশেষে আশা নয় বিশ্বাসের সাথে বলতে পারি চসিক, সিডিএ এবং পাউবো গুরুত্বের সহিত বিবেচনায় নিয়ে পারস্পরিক দোষারোপ না করে সমন্বয়ের মাধ্যমে তাদের উপর অর্পিত প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রসর হলে সমস্যাটির স্থায়ী সমাধান হবে।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু