জলাবদ্ধতা নিয়ে চসিক ও সিডিএর পরস্পর বিরোধী বক্তব্য চট্টগ্রামবাসীকে হতাশ করেছে

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির বিবৃতি

| শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৮:৪০ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, কার্যকরী পরিষদের সভাপতি ড. শেখ শফিউল আজম, মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন, চট্টগ্রামের দুঃখ ‘জলাবদ্ধতা’ নিরসনে চলমান মেগা প্রকল্পসমূহের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে চট্টগ্রামবাসী। কবে চট্টগ্রামবাসী পরিত্রাণ পাচ্ছে অবাঞ্ছিত এ জলজট থেকে। এছাড়া প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে জনদুর্ভোগভোগান্তি লাঘব হওয়া ছাড়াও একটি বাসযোগ্য নগরী হিসেবে দৃশ্যমান হবে এমনটিই প্রত্যাশা রয়েছে সকলের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সংশ্লিষ্ট দুটি সংস্থা যথাক্রমে চসিক ও সিডিএর পরস্পর বিরোধী বক্তব্যে চট্টলবাসীকে হতাশ করেছে। দু’টি সংস্থাই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে একে অপরকে দোষারোপ করে দায় এড়ানোর ব্যর্থ প্রয়াস চালায়। বাস্তবতা হলো, উন্নয়ন সংস্থার সমন্বয়হীনতা ও প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা জলাবদ্ধতা নিরসন না হওয়ার অন্যতম কারণ। চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রয়াসে ইতিবাচক মনোবৃত্তি নিয়ে কার্যকর পদক্ষেপে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বারই খাল খনন প্রকল্প দ্রুত সম্পন্ন করে নগরীর সকল খাল, উপখালসমূহ গভীরতা বৃদ্ধিসহ নিয়মিত খনন ও পরিস্কার পরিছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা, নদীর অবৈধ দখল ও দূষণমুক্ত করতে নিরবচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপানি কমেছে, কমেনি দুর্ভোগ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বন্যার পানিতে ডুবে একদিনে চারজনের মৃত্যু