নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে প্রকল্প সংশ্লিষ্টদের সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে কেউ অসহযোগিতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় প্রকল্প সংশ্লিষ্টদের কাজের অগ্রগতি নিশ্চিতে সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন যৌথভাবে আয়োজিত এই সভার আয়োজন করে।
বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা।
সিডিএ চেয়ারম্যান মো. নুরুল করিম বলেন, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সিডিএকে নিজস্ব তহবিল থেকে সাড়ে সাতশ কোটি টাকা এবং ঋণ হিসেবে সাড়ে সাতশ কোটি টাকা খরচ করতে হবে। কিন্তু এই সামর্থ্য সিডিএর নেই। তাই অনুদান হিসেবে দিতে হবে। যদি টাকা পাওয়া না যায় তাহলে গুরুত্বপূর্ণ কাজ বাদ দিতে হবে।
সভায় সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন কাজে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, বহদ্দারহাটে বাড়ইপাড়া নতুন খাল খননের কাজ চলছে। নগরের জলাবদ্ধতাপ্রবণ হটস্পটগুলো চিহ্নিত করা হয়েছে। ছয়টি বিশেষ দল গঠনের মাধ্যমে এসব এলাকার খাল ও নালা–নর্দমা পরিষ্কার করা হচ্ছে।
জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ বলেন, এখন পর্যন্ত ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বর্ষার আগে ৮৫ শতাংশ কাজ শেষ করতে পারবেন।
সভায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর পক্ষ থেকে সেবা সংস্থার পাইপ ও বৈদ্যুতিক খুঁটি অপসারণে দীর্ঘসূত্রতার অভিযোগ করেন। তখন উপদেষ্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। পরে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন তিনি। পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি বলেন, তাদের প্রকল্পের আওতায় ২১টি স্লুইচ গেট এর মধ্যে ১২টি বর্ষার আগে চালু হবে।