জলাবদ্ধতা নিরসন, নদী ও পরিবেশ রক্ষায় ৫০ সুপারিশ

বাপার সংবাদ সম্মেলন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

নগরের জলাবদ্ধতা নিরসন, নদী ও পরিবেশ রক্ষায় ৫০ এর অধিক সুপারিশ করেছেন গবেষকরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) উদ্যোগে আয়োজিত ‘সামপ্রতিক পরিবেশ বিপর্যয় ও করণীয় : প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক একটি সিম্পোজিয়ামে এসব সুপারিশ করা হয়। গত শনিবার সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হলেও গতকাল রোববার সংবাদ সম্মেলন করে এর সারসংক্ষেপ ও সুপারিশগগুলো তুলে ধরে বাপা। চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাপা চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ম সিকান্দর খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিম্পোজিয়ামে গত আগস্টে ঘটে যাওয়া চট্টগ্রামের বন্যা, জলাবদ্ধতা, ভূমিধসহসহ যে বিপর্যয় ঘটে তার প্রেক্ষিতে এই বিপর্যয়ের কারণ বিশ্লেষণ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের সাথে বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের তথা অংশীজনের মধ্যে আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেয়া হয়। এ ধরনের অংশীজনের আলোচনার জন্য কতগুলো প্রশ্ন উঠে। এর মধ্যে জলাবদ্ধতা সম্পর্কে বলা হয়, বিপুল পরিমাণ অর্থ ব্যয় সত্ত্বেও চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার কোনো লাঘব হলো না কেন? সংবাদ সম্মেলনে বলা হয়, সিম্পোজিয়ামের মাধ্যমে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার অভিজ্ঞতার মূল্যায়ন এবং তার ভিত্তিতে আগামী করণীয় নির্ধারণের একটি সফল সূচনা হল। আগামীতে এই ধারায় আরও অগ্রসর হতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় রোধ করা সম্ভব হয়।

পূর্ববর্তী নিবন্ধজ্বর, সর্দি, কাশি তাড়াতে সুজনের মৌসুমি ফল বিতরণ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের লক্ষ্য থাকতে হবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায়ের দিকে