চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন করা এবং পাহাড়ধস ও জনমাল রক্ষায় জরুরি পদক্ষেপ নেয়ার দাবিতে সিপিবি চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল সিনেমা প্যালেস চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রনেতা এ্যানি সেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদক মণ্ডলীর সদস্য ফরিদুর ইসলাম, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সদস্য রবিউল হোসেন, যুব নেতা অভিজিৎ বড়ুয়া, ছাত্রনেতা ইমরান চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা জলাবদ্ধতার জন্য প্রশাসনের অদক্ষতা, লুটপাট ও সমন্বয়হীনতাকেই দায়ী করে বলেন, নগর উন্নয়ন পরিকল্পনায় জলাবদ্ধতার ব্যাপারে সঠিক ব্যবস্থাপনা ও মনোন্নয়নে কোনো পদক্ষেপ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা জলাবদ্ধতা নিরসনের উদ্যোগকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বর্ষাকাল এলে কিছু তোড়জোড় দেখা গেলেও বছরের বাকি সময় কোনো কার্যক্রমই চোখে পড়ে না। জনপ্রতিনিধিরা আসে যায়। আশ্বাসও মেলে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা মেলা ভার! প্রকল্প গ্রহণ করা হয়। বরাদ্দ হয় কোটি কোটি টাকা।
কিন্তু বৃষ্টি কিংবা বর্ষায় মানুষকে ঠিকই দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতার এ সমস্যা থেকে নগরবাসীকে মুক্তি দিতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নাই। চট্টগ্রামের পাহাড়ধস সম্পর্কে বক্তারা বলেন, বর্ষা মৌসুম এলে প্রতিবছরই পাহাড়ধসের ঘটনা ঘটে। চট্টগ্রামে স্থায়ী কোনো উদ্যোগ না থাকায় প্রতিবছরই এই ঘটনা ঘটছে। গত ১৩ বছরে পাহাড়ধসে দুই শতাধিক মানুষের মুত্যু হলেও থেমে নেই ঝুঁকিপূর্ণ বসবাস। প্রেস বিজ্ঞপ্তি।