বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি অবিলম্বে কালুরঘাট সেতু নির্মাণ করে উভয় পাড়ের জনসাধারণের দুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এরমধ্যে আগামী ২৯ আগস্ট প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান, ৬ সেপ্টেম্বর কালুরঘাট প্রান্তে মোহরায় অবস্থান কর্মসূচি, চট্টগ্রামের প্রতি থানা ও ওয়ার্ডে পথসভা, সিটি মেয়র, সিডিএ চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে বৈঠক, গোল টেবিল বৈঠকের অনুষ্ঠানের পর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ। সমাবেশ থেকে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ ও কালুরঘাট রেলকাম সড়ক সেতু নির্মাণের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপরোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কার্য নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডাক্তার শেখ শফিউল আজম। এই সময় ভাইস চেয়ারম্যান লায়লা ইব্রাহিম বানু, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, মীর ফজলে আকবর শাহ্জাহান, লায়ন মুহাম্মদ নুরুল আলম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম, এডভোকেট মাহ্ফুজুর রহমান খান, ডাক্তার নাহিদা খানম শিমু, এডভোকেট ফয়েজুর রহমান বেলাল, হায়দার হোসন বাদল, অধ্যাপিকা আলেয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।











