জলাবদ্ধতা নিরসনে শুষ্ক মৌসুমে কার্যকরী উদ্যোগ গ্রহণ জরুরি

| বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের সবচেয়ে জনবহুল এবং বাণিজ্যিক শহর চট্টগ্রাম এই শহরটিতে প্রতিবছর অতি সামান্য বৃষ্টিতে ও থৈ থৈ করে পানি নগরীর অলিগলি গুরুত্বপূর্ণ সড়ক থমকে যাই ব্যবসাবাণিজ্য স্কুল কলেজ মাদ্রাসা কার্যক্রম ফলে বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিবছর বৃষ্টির মৌসুম আসলেই পুরো চট্টগ্রাম যখন পানিতে নিমজ্জিত তখন অসংখ্য লেখালেখি বিভিন্ন মতামত অসংখ্য উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা উঠে আসে, আবার যখন বৃষ্টির মৌসুম চলে যায় পরে তখন আর কারো কোনো খবর থাকে না। বোতল কুড়াতে গিয়ে ড্রেনে পড়ে যায় কামাল নামের ১২ বছরের এক শিশু তিন দিন পর তার মৃতদেহ পাওয়া যায় মির্জার খালে। গত বছর আগ্রাবাদ মাজার গেট এলাকার বিশ্ববিদ্যালয়ের সাদিয়া নামের শিক্ষার্থী দোকান থেকে চশমা কিনে ঘরে ফেরার পথে ড্রেনে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তার। এক বছর আগে ভাইরাল হয়েছিল ভিডিও ফুটেজে দেখা যায় এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ সালেহ আহমেদ নামে বদ্দারহাট এর সবজি ব্যবসায়ী ফুটপাত ধরে চলার সময় ফুটপাত রাস্তা ড্রেন কোথায় বুঝতে না পারায় খোলা উন্মুক্ত ড্রেনে পড়ে পানির স্রোতে ভেসে যায় দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও তার দেহ পাওয়া যায়নি জলবদ্ধতার কারণে। নগরীতে আরো অনেক আহত নিহত সংখ্যা বেশি সঠিক সময়ে নিরসনের জন্য সঠিক উদ্যোগ বাস্তবায়ন না হলে মানুষের হতাহত ব্যবসাবাণিজ্য ইত্যাদি আরো ব্যাহত হওয়ার সম্ভাবনা বেশি তাই বর্ষার আগেই শুষ্ক মৌসুমে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।

মোহাম্মদ পারভেজ কাইছার

বন্দর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকমরেড মুজফ্‌ফর আহমদ : প্রগতিশীল রাজনীতির অন্যতম পুরোধা
পরবর্তী নিবন্ধমরীচিকায় কদর্য স্বপন