জলাবদ্ধতা নিরসনে চসিক-সিডিএর সমন্বয় চায় মহানগর আওয়ামী লীগ

মাহতাব ও নাছিরের যৌথ বিবৃতি ।। পরিকল্পিত চট্টগ্রাম গড়ার লক্ষ্যে সকল মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ... নাছির উদ্দীন এক যৌথ বিবৃতিতে বলেছেন, পরিকল্পিত চট্টগ্রাম গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত জলাবদ্ধতা নিরসনসহ সকল মেগা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীসহ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে যে মেগা প্রকল্পগুলো গ্রহণ করেছেন তা বাস্তবায়িত হতে যাচ্ছে। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের অধীনে যে প্রকল্পগুলো চলমান তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়। এই ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একে অপরের প্রতি দোষারোপ না করে সমন্বয় সাধনের মাধ্যমে সম্পন্ন করে যাতে এর সুফল যাতে জনগণ অতি সহসা পায়। এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি সুরক্ষিত হবে।

নেতৃবৃন্দ গত ৪ দিনের প্রবল বর্ষণের ফলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, আমাদের কোন প্রভু নেই, জনগণই আমাদের একমাত্র শক্তি। সুতরাং আমরা কারও রক্ত চক্ষুকে ভয় করি না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতির অপপ্রয়াস চলছে এবং সামান্য সমস্যাকে বড় করে দেখিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চলছে।’ বিবৃতিতে তারা অতিবর্ষণজনিত কারণে যে সমস্ত এলাকার সাধারণ মানুষ ও তাদের পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পাশে দাঁড়াতে ও সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য চট্টগ্রাম মহানগর, থানা এবং ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগী হওয়ার জন্য আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধদুদকের অনুরোধ পেলে এস আলম নিয়ে কাজ করব : পররাষ্ট্র সচিব
পরবর্তী নিবন্ধপানিতেই ভেসে গেল স্বপ্ন