জলাবদ্ধতা নিরসনে চসিক ও সিডিএ ব্যর্থতার দায় এড়াতে পারে না

ত্রাণ বিতরণকালে ডা. শাহাদাত

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতান্ত্রিক সরকার না থাকার কারণে আজ দেশের বেহাল দশা। বর্ষার মৌসুমের আগে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। যার প্রেক্ষিতে হালিশহর, আগ্রাবাদ, চাঁদগাও, বাকলিয়াসহ শহরের অধিকাংশ এলাকা জলাবদ্ধতার শিকার হয়েছে। নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারার কারণে আজ নগরীর বেহাল অবস্থা।

এর ব্যর্থতার দায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কোনমতেই এড়াতে পারে না। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে অবিলম্বে প্রকল্পের কাজ শেষ করে চট্টগ্রামবাসীকে এই দুর্দশা থেকে পরিত্রাণ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

গতকাল জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১৭ নং পশ্চিম বাকলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জনগণ এই ব্যর্থ সরকারকে আর দেখতে চায় না। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে জনগণ কোনো সুফল লাভ করবে না।

বিএনপি জনগণের যেকোনো দুর্যোগে পাশে আছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, এই সরকারের অধীনে দেশের কোনো মানুষ আজ ভালো নেই। তারা জনগণের কল্যাণে কোনো কাজ করছে না। তারা জনগণের পাশে নেই। দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করছে। এর আগে ডা. শাহাদাত হোসেন আগামী ২৫ জুন পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরী যাবেন সে উপলক্ষে বৃহত্তর বাকলিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধুনিরপুল ফালাগাজী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য মোহাম্মদ আলী, অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী মো. সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, ইসহাক চৌধুরী আলিম, মো. ইব্রাহীম বাচ্চু, সৈয়দ আমিন মাহমুদ, জাকির হোসেন, এম.আই. চৌধুরী মামুন, মো. মহসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার লাখেরায় ধুতাঙ্গ সাধক ধর্ম রত্ন থের
পরবর্তী নিবন্ধইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫