মেয়রপ্রার্থী এম এ মতিন বলেন, ৩৭ ও ৩৮ নম্বর নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হলেও জোয়ারের পানিতে এবং অল্প বৃষ্টি হলেই ডুবে যায়। বাসিন্দাদের পোহাতে হয় দুর্ভোগ। আমি নির্বাচিত হলে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। গতকাল শুক্রবার মুনিরনগরসহ দক্ষিণ মধ্যম হালিশহরে বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি উপরোক্ত প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, রেজাউল করিম তালুকদার, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা করিম উদ্দীন নুরী, মাওলানা নুরুল কবির রেজভি, মাস্টার রফিকুল আলম, ডিআইএম জাহাঙ্গীর আলম, মাও. ইউনুস তৈয়বি, মাও. আশরাফ হোসাইন, সৈয়দ আবু আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।