জলাবদ্ধতার কবলে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন এলাকা

বোয়ালখালী প্রতিনিধি  | শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধতার কবলে পড়েছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদানে সাময়িক ব্যাঘাত ঘটে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাহিরে এবং ভিতরে হাঁটু পরিমাণ পানি। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ভিতরে হাঁটু সমান পানিতে চিকিৎসা দিচ্ছে ডাক্তাররা। জলাবদ্ধতার মধ্যেও বিভিন্ন রোগীদের আসতে দেখা যায়।

কামাল উদ্দিন নামের এক রোগী বলেন, আমি কাজ করতে গিয়ে হাতে আঘাত পাই। জরুরি বিভাগে এসে সেলায় করতে হয়েছে আমাকে। জলাবদ্ধতার মধ্যেও আমরা সেবা পাচ্ছি। জরুরি বিভাগের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, সকাল থেকে হাসপাতালের নিচ তলায় হাঁটু পানি। জরুরি চিকিৎসা সেবা প্রদান করতে হচ্ছে এর মধ্যে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রতীক সেন বলেন, রাস্তা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটি নিচু হওয়ায় পানি জমে থাকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে।

অপরদিকে নদীর তীরবর্তী হওয়ায় কধুরখীল, পশ্চিম গোমদণ্ডী, চরখিদিরপুর, শাকপুরা ঘোষখীল, পশ্চিম শাকপুরা, চরণদ্বীপ এলাকা প্লাবিত হয়ে ডুবে গেছে রাস্তাঘাট। বাড়ির উঠোনে হাঁটু সমান পানি। জোয়ারের সময় পানি বেশি দেখা যায় বলে জানান স্থানীয়রা।

পশ্চিম গোমদণ্ডী চরখিদিরপুর গ্রামের ইকবাল হোসেন বলেন, দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করে। এরই মধ্যে ডুবে গেছে রাস্তাঘাট। বাড়ির উঠোনে হাঁটু সমান পানি উঠে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, বন্যা কবলিত অসহায় পরিবারের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে। যার যার অবস্থান সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধজামেয়া মাদরাসা জাতিকে কোয়ালিটি এডুকেশন উপহার দিয়ে চলেছে