বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রের আলোচনা সভা গতকাল বুধবার লালদীঘি পাড়স্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রের সভাপতি নজির আহমদ চৌধুরীর সভাপতিত্বে আসন্ন চসিক নির্বাচন উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু। বিশেষ অতিথি ছিলেন আহমদুর রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন টিপু, মাস্টার সাইফুদ্দিন, আবু আহম্মদ, বোরহান উদ্দিন, মো. মুছা, আবদুল মোনায়েম, জাহেদ জাহান চৌধুরী খোকন, মাঈনউদ্দিন চৌধুরী সবুজ, ইসমাইল, মো. মানিক, আবদুল মাজেদ, মো. বদর, মো. মামুন, শ্রীধাম পাল প্রমূখ। পশ্চিম বাঁশখালী উপকূলীয় সমিতির সভাপতি মো. নুরুল আমিন চৌধুরীর পরিচালনায় সভায় এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্বপ্ন বাস্তবায়নে আসন্ন চসিক নির্বাচনে চট্টগ্রাম শহরে ৪১ টি ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।