জলসা মার্কেটে কাপড়ের গুদামে আগুন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

নগরীর রিয়াজুদ্দিন বাজারের জলসা মার্কেটের দ্বিতীয় তলার একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, আগুনের খবর পেয়ে আমাদের আগ্রাবাদ, চন্দনপুরা ও লামাবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আগুনে বেশ কিছু কাপড় পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
পরবর্তী নিবন্ধলাইটারেজ জাহাজের সংকট কাটাতে উদ্যোগ