জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতকে সিন্ধু চুক্তি মানতে বলল হেগের সালিশি আদালত

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৫৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের দিকে বয়ে চলা নদীগুলোতে যেকোনো জলবিদ্যুৎ কেন্দ্রের নকশা করার সময় ভারতকে সিন্ধু পানিচুক্তির শর্ত মেনে চলতে বলেছে আন্তর্জাতিক একটি আদালত। আদালতের এ রায় সিন্ধু চুক্তি নিয়ে কার্যত ইসলামাবাদের অবস্থানকেই সমর্থন করছে বলে মঙ্গলবার এক ঊর্ধ্বতন পাকিস্তানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন। তবে এ রায় নিয়ে তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।

১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তিতে পশ্চিম দিকে বয়ে চলা তিনটি নদীর পানি পাকিস্তানকে দেওয়া হয়েছে, আর পূর্ব দিয়ে বয়ে চলা তিনটি নদী পেয়েছে ভারত। ইসলামাবাদের আশঙ্কা, প্রতিবেশী ভারত তাদের প্রাপ্য তিনটি নদীতে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ বা সীমিত করে দিতে পারে। পাকিস্তানের কৃষি এবং জলবিদ্যুতের ৮০ শতাংশই এই তিন নদীর ওপর নির্ভরশীল। সিন্ধু চুক্তিতে পাকিস্তানকে দেওয়া নদীগুলোতে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পের ছক নিয়ে ২০২৩ সালে ইসলামাবাদ হেগভিত্তিক স্থায়ী সালিশি আদালতের দ্বারস্থ হয়।

শুক্রবার ওই আদালত তাদের রায়ে বলে, ভারত এই পশ্চিমের নদীগুলোতে তার ইচ্ছামতো নকশায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারে না। নকশা করতে হবে সিন্ধু চুক্তিতে থাকা শর্ত অনুযায়ী। সোমবার আদালতের ওয়েবসাইটে রায়টি প্রকাশিত হয়। এরপর মঙ্গলবার রয়টার্সকে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল বলেন, মোটাদাগে আদালত পাকিস্তানের অবস্থানকেই সমর্থন করেছে, বিশেষ করে নতুন জলবিদ্যুৎ প্রকল্পের নকশার ক্ষেত্রে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভারতীয় এক কর্মকর্তা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনের এক বিবৃতি দেখিয়ে দেন, যেখানে বলা হয়েছে, ভারত কখনোই সালিশি আদালতের এখতিয়ার স্বীকার করেনি।

পূর্ববর্তী নিবন্ধউচ্চারকের ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’
পরবর্তী নিবন্ধকারাগারে থাকা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের স্ত্রী গ্রেপ্তার