জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবি

চট্টগ্রামে যুব সমাবেশ

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন করা এবং সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা (আইইপিএমপি) বাতিলের দাবিতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহদ্দারহাট কাঁচা বাজার চত্বরে যুব সমাবেশর আয়োজন করা হয়েছে। আইএসডিই বাংলাদেশ, ভোক্তা অধিকার সংগঠন ক্যাব যুব গ্রুপ মহানগর, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলোজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) এর উদ্যোগে এই কর্মসূচি হয়।

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন, সাংবাদিক এম নাসিরুল হক, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, অজয় মিত্র শংকু, জানে আলম, বদিউল আলম, অধ্যাপক একেএম হুমায়ুন কবির, শাহীন চৌধুরী, জানে আলম, অধ্যক্ষ ইসমাইল ফারুকী, অধ্যক্ষ আবু ইউনুচ, অধ্যক্ষ মাহবুবুর রহমান দুর্জয়, আমজাদুল হক আয়াজ, মিশকাত, ইব্রাহিম ফারুক, মিনা আকতার, এমদাদুল ইসলাম, রাব্বি তৌহিদ, তুষার চৌধুরী প্রমুখ। সমাবশে বক্তারা জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে আসছে ৭ পর্বের ‘আয়রন ম্যান’
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরায় ভিজিডি কর্মসূচির চাল বিতরণ