‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই’

| রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

 

রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ৫০ হাজার গাছ রোপন ও বিতরণের চলমান কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাউজান নোয়াপাড়া মোকারদীঘির পাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনৈতিক হাজী মুহাম্মদ আবদুর রব্বান। এতে উপস্থিত ছিলেন, জিয়াউল হক আল মালেকী, মো. নেজাম উদ্দিন, মুহাম্মদ সাব্বির হোসেন, মুহাম্মদ তানভীর হোসেন তামিম, মুহাম্মদ আব্দুর রউফ, মুহাম্মদ মোরশেদ প্রমুখ। উদ্বোধনের সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তেনের প্রভাব মোকাবেলায় আমাদের অস্তিত্ব রক্ষার জন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজেপির পাপে সাধারণ মানুষ কেন ভুগবে, প্রশ্ন মমতার
পরবর্তী নিবন্ধসরাইপাড়াই শিক্ষা সামগ্রী বিতরণ