জলবায়ু পরিবর্তনে সাধারণ মানুষকে সচেতন হতে হবে

বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে লায়ন্স জেলা গভর্নর

| সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিচর্যা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী ।

বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান, লায়ন মো. শওকতুল ইসলাম, জাহাঙ্গীর আলম (জোসেফ), লায়ন তারেক কামাল, লায়ন হেলাল উদ্দিন আহমেদ, লায়ন আবু নাসের রনি, লায়ন হুমায়ুন কবির, লায়ন আওয়াল হোসেন, লায়ন কামরুজ্জামান, লায়ন মো. ইউসুফ চৌধুরী, লায়ন হান্নান ভুইয়া, লায়ন আব্দুল মান্নান, লায়ন মো. আশিকুল আলম আশিক, লায়ন সাইফুল ইসলাম, লায়ন সোহেলা মাহমুদ, লায়ন ফাতেমা রহমান, লায়ন মমতাজ বেগম, লায়ন ফরিদ আহমেদ, লায়ন মির্জা মো. জাহিদ হোসেন, লায়ন কাজী ইমাম হোসেন প্রমুখ। প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

এ ক্ষেত্রে লায়ন্স জেলার সকল ক্লাবগুলো এ কার্যক্রমকে সফল করার জন্য এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘একটি করে বৃক্ষরোপন করুন – দূষণ মুক্ত স্বদেশ গড়ুন’ এই স্লোগানে লায়ন্স জেলার উদ্যোগে চট্টগ্রামে ১০ হাজার গাছের চারারোপণ, বিতরণ ও পরিচর্যা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি স্কুলে রোবটিক্স সামার ক্যাম্পের উদ্বোধন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কবর থেকে লাশ চুরির অভিযোগ