জলবায়ু সংরক্ষণে ধর্মীয় সমপ্রীতি শীর্ষক সেমিনার

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, চট্টগ্রাম আর্চডাইয়োসিস এবং কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে গত ১২ জুন নগরীর হোটেল সৈকতে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সেমিনার২০২৪’। সেমিনারের মূলসুর ছিল : ‘জলবায়ু সংরক্ষণে ধর্মীয় সম্প্রীতি’। কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার মি. জনি রোজারিও সেমিনারের সভাপতিত্ব করেন। খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, চট্টগ্রাম আর্চডাইয়োসিসের সমন্বয়কারী মি. এমরোজ গোমেজ স্বাগত বক্তব্য প্রদান করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের প্রধান ধর্মগুরু ও সংলাপ কমিশনের চেয়ারম্যান আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার। এছাড়া ‘জলবায়ু সংরক্ষণে ধর্মীয় সম্প্রীতি’ উপর সামগ্রিক আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দীন। এছাড়া নটরডেম কলেজ ঢাকার প্রভাষক ফাদার ড. লিটন হিউবার্ট গোমেজ, ইসলামিক স্টাডিজ বিভাগ সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুন্নবী আজহারী, ইংরেজী বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ড. সুকান্ত ভট্টাচার্য্য, লতিফা সিদ্দীক ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্যতানভীর হোসাইন, দিলীপ বড়ুয়া, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, উইলিয়াম গমেজ, আরোফিন রিয়াদ, শ্যামল নন্দী, ইউজিন শুভ গোলদার, যোসেফ ডি’সিলভা, সি. মমতা পালমা এলএইচসি, ফ্লেভিয়ান ডি’কস্তা ও জুলিয়ান ডি’কস্তা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনোভেশন হাব প্রতিষ্ঠায় গবেষণা-উদ্ভাবন এক প্লাটফর্মে আসার সুযোগ অবারিত হয়েছে
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মের কাছে হিজরি সনের গুরুত্ব তুলে ধরতে হবে