জলবায়ু অভিযোজনযোগ্যতা আরও বৃদ্ধি করতে হবে

এসডিজি ইয়ুথ ফোরাম’র সেমিনারে বক্তারা

| বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

প্রাকতিক দূর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মানুষের অফুরন্ত প্রাণশক্তি ও অদম্য কর্মপ্রয়াস বিদ্যমান। পরিবর্তিত জলবায়ুর সাথে যাতে জনগন খাপ খাওয়াতে পারে সে ব্যবস্থা গ্রহণকল্পে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুনিপুন বাস্তবায়ন জরুরি। গত ৮ সেপ্টেম্বর ফরেস্ট একাডেমি, চট্টগ্রামের কনফারেন্স হলে এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে ক্লাইমেট এডাপ্টিবিলিটি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশবিদ ও চট্টগ্রাম রেঞ্জের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম উপরোক্ত বক্তব্য রাখেন।

সেমিনারে মূল প্রবন্ধকার উদ্যোক্তা ও অর্থনীতিবিদ সৈয়দ মিনহাজুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে স্মরণকালের ভয়াবহ বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলি প্রমাণ করে আসন্ন দিনগুলিতে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠবে।

এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক ও বাংলাদেশ সরকারের উপ সচিব নাসিম ফারহানা শিরীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আবদুর রাজ্জাক খান, ওব্যাট হেল্পার্সের কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খান, বন গবেষক মো. আব্দুর রশিদ তালুকদার, জসিম উদ্দিন চৌধুরী, সাজ্জাদ উদ্দিন, চিকিৎসক ডা: আহমেদ সৈয়দ, ফরেস্ট একাডেমি, চট্টগ্রামের ফরেস্ট রেঞ্জার মো: আব্দুল হামিদ, সরওয়ার আমিন বাবু, জিএম সাইদুর রহমান মিন্টু, ঘাসফুলের এসিস্ট্যান্ট ডিরেক্টর সাদিয়া রহমান, মোহাম্মদ তৈয়ব, মেহেরাজ চৌধুরী, কায়ুমুর রশিদ বাবু, রায়হান ইসমাইল, শেখ আব্দুল্লাহ ইয়াছিন, তাসকিন হাবিবা, শাহাদাত হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর উপাচার্যের হাতে বৃত্তি হস্তান্তরের চেক দিল বিআইসিডিএ
পরবর্তী নিবন্ধলিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন কমিটি গঠিত