আটষট্টি হাজার স্বপ্নীল গ্রাম
খুঁজে ফিরি হারানো অতীত
রূপসা থেকে পাথুরিয়া–
কানে বাজে অগ্নিকণ্ঠ
এ মাটির গন্ধ নিশ্বাসে–প্রশ্বাসে
সবখানেই আজ
সম্ভাবনার বীজ– সোনা ফলে
ধ্বনি–প্রতিধ্বনি সর্বত্র
আপন ঘরে জলফড়িংয়ের উল্লাস
যেদিকে তাকাই তোমার অবয়ব
তোমারই জয়ধ্বনিতে এক পা– দু’পা সর্বত্র







