জলফড়িংয়ের উল্লাস

মিজান মনির | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

আটষট্টি হাজার স্বপ্নীল গ্রাম

খুঁজে ফিরি হারানো অতীত

রূপসা থেকে পাথুরিয়া

কানে বাজে অগ্নিকণ্ঠ

এ মাটির গন্ধ নিশ্বাসেপ্রশ্বাসে

সবখানেই আজ

সম্ভাবনার বীজসোনা ফলে

ধ্বনিপ্রতিধ্বনি সর্বত্র

আপন ঘরে জলফড়িংয়ের উল্লাস

যেদিকে তাকাই তোমার অবয়ব

তোমারই জয়ধ্বনিতে এক পাদু’পা সর্বত্র

পূর্ববর্তী নিবন্ধএকটি পতাকার জন্য
পরবর্তী নিবন্ধতুমি কি আমার হবে